
ছবিঃ প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসে ভর্তিচ্ছুদের সহায়তায় কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অভিভাবক ও ভর্তিচ্ছুদের সহযোগিতায় তারা এ কার্যক্রম পরিচালনা করেছেন।
সরেজমিন দেখা যায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের একপাশে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে বুথ বসানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিচয়ে একজন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অত্যাচার-নির্যাতনের কারণে প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করতে পারিনি। রাজনৈতিক পট-পরিবর্তনের পর, গত রমজানে আমরা ছাত্রীদের সবগুলো হলে ইফতার মাহফিল আয়োজন করেছি। এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ডিনস কমপ্লেক্স ভবনে একটি অনুষ্ঠান করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা তিনটি ধাপ দাওয়াত, সংগঠন ও প্রশিক্ষণ, সমস্যা সমাধানমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা অসচ্ছল ছাত্রীদের আর্থিক সহায়তা, আবাসন ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কাজ করি। আজ বুথ বসিয়ে ভর্তি-ইচ্ছুকদের সাহায্য করছি। এর অংশ হিসেবে ছাত্রীদের থাকার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, পানি ও শুকনো খাবার বিতরণ করে সহায়তা করার চেষ্টা করছি।’
সংগঠনের সদস্যরা জানায়, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী আদর্শবাহী ছাত্রী সংগঠন। ১৯৭৮ সালের ১৫ জুলাই এ সংগঠনের যাত্রা শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮০ সালে এর কার্যক্রম শুরু হয়। এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ছয়টি হল ও বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আছে। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।
আরশি