ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচারের পরিসংখ্যান দিলো রিউমর স্ক্যানার

প্রকাশিত: ১৮:৫৪, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৫৫, ২৬ এপ্রিল ২০২৫

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচারের পরিসংখ্যান দিলো রিউমর স্ক্যানার

ছবিঃ সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্যের প্রচারের পরিসংখ্যান দিলো রিউমর স্ক্যানার। ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও ভারত সব ধরনের গণমাধ্যমের অপতথ্য প্রচারের পরিসংখ্যান দিয়েছে ২০২৫ সালের।

২০২৫ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এমন ৮৩৭টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। গত বছর একই সময়ের তুলনায় যা প্রায় ২৮ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম তিন মাসে রিউমর স্ক্যানার ভুল তথ্য শনাক্ত করেছিল ৬৫৪টি। জাতীয় ও রাজনৈতিক নানা ঘটনা আর ধর্মীয় বিভিন্ন ইস্যুর কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে ভুল তথ্য প্রচারের হার বেড়েছে৷ এর আগের প্রান্তিকের (২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর) তুলনায় যা বেড়েছে প্রায় ২১ শতাংশ।

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার 

গেল বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে। এই বছরের প্রথম প্রান্তিকেও এই ধারাবাহিকতা দেখেছে রিউমর স্ক্যানার।  

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কিত ২০টি ঘটনায় ভারতের ২৩টি সংবাদমাধ্যমে ৩৮টি অপতথ্য প্রচার করা হয়েছে। সবচেয়ে বেশি (৮) অপতথ্য প্রচারের দরুন এই তালিকায় সবার উপরে আছে আজতক বাংলা।

এছাড়া ১৫টি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্যের প্রচার করা হয়েছে। সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের বিষয়টি গেল কিছু মাস ধরেই আলোচনায় রয়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে এমন ৭৮টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে ৪৮টি ঘটনাতেই (৬১ শতাংশ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ থেকে অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে। সব মিলিয়ে প্রথম তিন মাসে ৮৩টি অপতথ্যের প্রচারে ভারতীয়দের ভূমিকা দেখেছে রিউমর স্ক্যানার। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/1G91s34Zk6/

রিফাত

×