
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ পরিবারের লোকজন যেভাবে দেশের কথা বলে দেশের মানুষের কথা বলে, মানুষের পকেট কেটে বাহিরে টাকা পাচার করেন, সেখান থেকে টিউলিপ সিদ্দিক আলাদা নন। তিনি ইংল্যান্ডের এমপি সেখানে একজন রাজনীতিবিদ অথবা একজন এমপির দুর্নীতি করা কত বড় মহাপাপ বরং সেখানে দুর্নীতি করার প্রশ্নই আসে না। সেইখানেও তিনি শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ লোকের থেকে ফ্ল্যাট নিয়েছেন।
আজ ২৬ এপ্রিল (শনিবার) তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছে— এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। টিউলিপ সিদ্দিকী লন্ডনে বড় হয়েছেন, লেখাপড়া করেছে। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার জেনেটিক্যাল যে লাইন, সেটি ক্রস করতে পারেনি। আর করতে পারেনি বলেই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো বেরিয়ে আসছে।
ফারুক