
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ভিত্তিক বৈষম্যবিরোধী আলাদা কমিটি ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্র উপদেষ্টার এপিএসের নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভয়ঙ্কর।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী প্রশ্ন তোলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে। তিনি সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার নামে থাকা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হলেও, একই কারণে থাকা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ৬০ লাখ মামলা এখনো প্রত্যাহার করা হয়নি।
রিজভী অভিযোগ করেন, জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। সমাজের বিপথগামীদের কথায় বিভ্রান্ত না হয়ে অনৈতিকতা ও দুর্নীতিতে না জড়িয়ে, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
রিজভী আরও বলেন, "যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি পুনঃপ্রবর্তন করবেন ড. ইউনূস। কেন মানুষের হৃদয়কে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন? ডিসেম্বর না জুন—পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন? এটি স্পষ্ট করুন।"
সূত্র: https://www.youtube.com/watch?v=6wAigPyG95w
আবীর