
ছবিঃ প্রতিবেদক
উখিয়ার দৌছড়িতে স্কেবেটর দিয়ে বেআইনী ভাবে পাহাড় কেটে এলজিআইডির সড়ক নির্মাণ কাজ করছে। এতে একদিকে সরকারের পাহাড় কাটা আইন লঙ্ঘন করা হচ্ছে অপরদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগ উখিয়া রেঞ্জের দায়িত্বশীলরা পাহাড় কাটার স্কেবেটর জবৃদ করেছে।
শনিবার সকাল ১১ টার দিকে দৌছড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে বনবিভাগ উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন, এলজিআইডি’র অধীনে উখিয়া হাজীরপাড়া ও দৌছড়ী সড়ক নির্মাণে টেন্ডারের মাধ্যমে আসাদ নামে এক ঠিকাদার সড়ক নির্মাণে কাজ শুরু করেছিলেন। এই সড়কে বন আইন লঙ্গন করে পাহাড়ি মাটি দিয়ে নিজেদের ইচ্ছামত কাজ করতে গিয়ে আগেও সতর্ক করা হয়ছিল। নিষেধ, সতর্ক সব কিছুকে ডিঙ্গিয়ে এলজিইডির ঠিকাদার পুনরায় পাহাড় কেটে মাটি দিয়ে সড়ক নির্মাণের কাজ করেন।
এসবের খবর পেয়ে উখিয়া রেঞ্জের সদরবিট কর্মকর্তা আব্দুল মান্নান, দৌছড়ী বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনিসহ বন কর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে গেলে হাতে নাতে ধরা পড়ে স্কেবেটর দিয়ে পাহাড় কাটার প্রমাণ। বন অফিসারদের দেখে স্কেবেটরের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে স্কেবেটরটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে আসা হয়। এ ঘটনায় জড়িত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বন আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
ঠিকাদার পাহাড় কেটে সড়ক নির্মাণ করতেছে এসব অনিয়মের কথা জানতে এলজিইডি বিভাগের উপজেলা ইঞ্জিনিয়ার সোহারব হোসেন বলেন, ‘এইখানে কোন পাহাড় কাটা হয়নি। সড়কের দু পাশে টিলা-পাহাড়ির কিছু অংশে বৃষ্টির পানিতে মাটি নেমে আসছিল। এসব পরিষ্কার করতে স্কেবেটর নিয়ে কাজ শুরু করছিল মাত্র।’
আরশি