
ছবি: সংগৃহীত
নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে ভিডিও আপলোড করে এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা বলেন, "হঠাৎ ঘুম ভাঙার পর হাঁটা শুরু হতে পারে স্ট্রোক এর কারণ" এমন তথ্য দেয়া একটা লেখা ভাইরাল হচ্ছে। সেখানে তথ্যসূত্র হিসেবে আমার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে আমার মতামত। ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে প্রতিক্রিয়া: ব্যক্তিগত মতামত ও ব্যাখ্যা।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, এই ধরনের সাধারণীকৃত পরামর্শ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটি সব মানুষের জন্য প্রযোজ্য নয়, বরং খুব নির্দিষ্ট কিছু রোগীর জন্য বিশেষ নির্দেশনা হিসেবে আমরা এই পরামর্শ দিয়ে থাকি।
আমরা এই পরামর্শ দিয়ে থাকি নির্দিষ্ট রোগীদের জন্য, যাদের রয়েছে: "বেস্টন হাইপোটেনশন" বা "অর্থোস্টেটিক হাইপোটেনশন" নামে পরিচিত এক বিশেষ শারীরিক অবস্থা।
এই রোগের বৈশিষ্ট্য হলো:
শুয়ে থাকা অবস্থায় বা দীর্ঘ সময় বসে থাকার পর হঠাৎ দাঁড়িয়ে গেলে রক্তচাপ দ্রুত কমে যায়।
ফলে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
কখনও এটি গুরুতর মস্তিষ্কে রক্তপ্রবাহ কমিয়ে সমস্যা তৈরি করতে পারে।
তাদের জন্যই আমরা বলি—
"ঘুম থেকে ওঠার পরে বা শুয়ে থাকার পরে ধীরে ধীরে উঠে দাঁড়াতে হবে",
যাতে রক্তচাপের ধাক্কা সামলানো যায়।
ভাইরাল লেখায় যেভাবে বলা হয়েছে, তাতে মনে হচ্ছে সব মানুষকেই এই নিয়ম মেনে চলতে হবে, নাহলে স্ট্রোকের ঝুঁকি রয়েছে— যা সত্য নয়। সাধারণ সুস্থ মানুষের জন্য এমন কোনো ব্যাপক সতর্কতা বা ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমার দেওয়া পরামর্শ বিশেষ রোগীদের জন্য, যারা বাস্টন হাইপোটেনশনে ভুগছেন। সবাইকে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না এবং তথ্য ব্যবহারের ক্ষেত্রে যথাযথ প্রেক্ষাপট ও সম্মতি নিন।
সূত্র: https://www.facebook.com/watch/?v=663398311603863&rdid=BRhb87fVPExIXk76
ফারুক