ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

‘আগের সরকার ডিটারমাইন ছিলো ওনাকে জেলে নিবে’

প্রকাশিত: ১৩:৫৪, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:০০, ২৬ এপ্রিল ২০২৫

‘আগের সরকার ডিটারমাইন ছিলো ওনাকে জেলে নিবে’

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ এক অনুষ্ঠানে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে তরুণদের উদ্দেশে বলেন, “ছোট গলির ছোট জগৎ থেকেও বড় স্বপ্ন দেখা যায়।”

নিজের শিক্ষাজীবনের কষ্ট ও সীমাবদ্ধতা তুলে ধরে তিনি জানান, হেমিংওয়ে, গ্যালাক্সি, আর ডায়োমেড দ্বীপ নিয়ে পড়াশোনা করতেন ছোটবেলাতেই।

তিনি বলেন, “মনোযোগ, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো স্বপ্ন পূরণ সম্ভব।” পাশাপাশি তরুণদের উদ্দেশে প্রশ্ন রাখেন, “তোমার স্বপ্নটা কী হবে?”

দেশপ্রেম ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে বলেন, ওনার নামে অনেক মামলা ছিল। আগের সরকার ডিটারমাইনই ছিলো ওনাকে জেলে নিবে।

তিনি বলেন, “আমি তাকে বলেছিলাম, বিদেশে থাকলে আপনি সবচেয়ে সম্মানিত হতেন। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমি দেশের জন্যই থাকব, দেশের মানুষের জন্যই লড়ব।’”

বক্তব্যের শেষদিকে আসিফ নজরুল বলেন, “যারা নিজেদের নয়, দেশের মানুষের জন্য বাঁচেন, ইতিহাসে তারাই সবচেয়ে সম্মানিত হন।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=iWzAzvb02LY

আবীর

×