ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

পরিবেশ আন্দোলন রোমান্টিক আন্দোলন নয় : রিজওয়ানা হাসান

প্রকাশিত: ১৩:১৭, ২৬ এপ্রিল ২০২৫

পরিবেশ আন্দোলন রোমান্টিক আন্দোলন নয় : রিজওয়ানা হাসান

ছবি : সংগৃহীত

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, খ্যাতিমান পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “অনেকে মনে করেন পরিবেশ আন্দোলন হচ্ছে একটা রোমান্টিক ধারণা। কেউ ভাবেন এটি ধানমন্ডি লেকের পাশ দিয়ে হাঁটা কিংবা ফুটপাথে হকার না থাকা নিয়ে চিন্তা করা- কিন্তু এটি আসলে তার চেয়ে অনেক গভীর।”

 

 

তিনি বলেন, “পরিবেশ আন্দোলন মূলত একটি মূল্যবোধের আন্দোলন। এটা সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ। আমাদের দেশে একটা প্রবাদ আছে: ‘যত গর্জে তত বর্ষে না’। যারা সত্য ধারণ করে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে সেই মিথ্যার গর্জনকে থামানো সম্ভব।”

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষাজীবনের সমাপ্তি এবং কর্মজীবনের শুরু মানেই হলো—এখন দেশ গড়ার দায়িত্ব আপনাদের হাতে। ক্যারিয়ার গড়ার পথ বেছে নেওয়ার সময় শুধু ব্যক্তিগত সুবিধা না ভেবে সমাজ ও রাষ্ট্রের স্বার্থকেও বিবেচনায় আনতে হবে।”

তিনি আরো বলেন, “আমি এমন অনেক তরুণকে দেখেছি যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে চায়, কারণ তারা ভাবে এতে গাড়ি-বাড়ি পাওয়া যাবে। কিন্তু এটাই যদি একমাত্র লক্ষ্য হয়, তাহলে শিক্ষার অন্তর্নিহিত মূল্যবোধ ধারণ করা সম্ভব নয়।”

 

 

দেশের বর্তমান রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “এই পরিবর্তিত বাস্তবতায় আমরা যারা দায়িত্বে আছি, তা সম্ভব হয়েছে তরুণদের আত্মত্যাগের কারণে। যারা মনে করেছিল দেশের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন দরকার। সেই আত্মত্যাগকে স্মরণ করে আমাদের ক্যারিয়ার পাথ নির্ধারণ করতে হবে।”

তার বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “তুমি যদি পরিবর্তন চাও, তবে আগে নিজে সেই পরিবর্তন হও। নিজেকে না বদলালে সমাজ বদলাবে না।”

আঁখি

×