ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টে ছাত্রশিবির নেতা সাদিক কায়েম

‘ছত্রিশে জুলাই এসেছিল হাজারো শহীদ ও গাজীর সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে’

প্রকাশিত: ০৫:৪১, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৬:২২, ২৬ এপ্রিল ২০২৫

‘ছত্রিশে জুলাই এসেছিল হাজারো শহীদ ও গাজীর সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘ছত্রিশে জুলাইস্বাধীন জমিনে শক্ত করে পা ফেলার দিন। তবে এই দিন এসেছিল হাজারও শহীদ ও গাজীর সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে।’

শনিবার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন ছাত্রশিবির নেতা সাদিক কায়েম।

জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ‘৩৬ জুলাই: উইংস অব ফ্রিডম’ নামে একটি তথ্যচিত্র তৈরি করা হচ্ছে। গতকাল বাংলাদেশ ছাত্রশিবিরের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তথ্যচিত্রটির অফিসিয়াল প্রমোশনাল ভিডিও।

সাদিক কায়েমের ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট

ছাত্রশিবির নেতা সাদিক কায়েম নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে আরও জানান, শীঘ্রই আসছে ‘৩৬ জুলাই: উইংস অব ফ্রিডম’, জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত পূর্ণাঙ্গ তথ্যচিত্র।

 

ভিডিওটি দেখুন: https://www.youtube.com/watch?v=Q5A0vW2V2JY

রাকিব

×