
ছবি: সংগৃহীত
সম্প্রতি কাশ্মীরে জঙ্গী হামলার জেরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, ‘ভারত-পাকিস্তান উত্তেজনা বেড়ে যাচ্ছে। এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রতিক সময়ে এর চেয়ে খারাপ হয়নি।’
শনিবার (২৬ এপ্রিল) নিজের ফেসবুক আইডি দেওয়া এক পোস্টে আমান আযমী লেখেন, ‘আকাশ সীমা নিষিদ্ধ হয়েছে, দুই দেশের দূতাবাসের সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করা হয়েছে।’
এছাড়া, পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ ভারত-পাকিস্তানের মধ্যকার ‘কূটনৈতিক সম্পর্ক ছিন্ন’ হওয়া বলে মনে করেন তিনি। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ‘দুই দেশই পারমাণবিক শক্তিধর’ উল্লেখ করে আমান আযমী লেখেন, ‘তাহলে তাদের মধ্যে যুদ্ধের আশঙ্কা অনেক বেশি।’
তিনি লেখেন, ‘এদিকে, আমাদের সাথেও ভারতের সম্পর্কের অনেক অবনতি হয়েছে। ভারত আমাদের দেশকে অস্থিতিশীল করে তাদের গোলামদের পুনর্বাসন চেষ্টায় মরিয়া।’
ফেসবুক পোস্টে ‘যুদ্ধ কারো জন্যই ভালো ফল বয়ে আনেনা এবং তা কাম্য নয়’ উল্লেখ করে আমান আযমী আরও জানান, যদি যুদ্ধ শুরু হয়, বাংলাদেশের অবস্থা কী হবে, তা নিয়ে তিনি শঙ্কিত।
রাকিব