ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদি সমাবেশে শহীদ সাইমের মা

আমার সোনার ছেলেটারে পাখির মতো গুলি করে মারছে, রাস্তায় যেন ওর ফাঁসি হয়: শহীদ সাইমের মা

প্রকাশিত: ২২:৩১, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৩১, ২৫ এপ্রিল ২০২৫

আমার সোনার ছেলেটারে পাখির মতো গুলি করে মারছে, রাস্তায় যেন ওর ফাঁসি হয়: শহীদ সাইমের মা

ছবিঃ সংগৃহীত

আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদ সাইমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বুকটা খালি কইরা দিছে, আমার পাখির মতো ছেলেটারে মারছে। আমার সোনার ছেলেটারে পাখির মতো গুলি করে হত্যা করছে। এই বাংলার মাটিতেই যেন শেখ হাসিনার বিচার হয়, জনগণ যেন দেখে — রাস্তায় যেন ওর ফাঁসি হয়।”

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদি সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, “আমার ছেলে ১৯ জুলাই যাত্রাবাড়ি কাজলায় গুলি খেয়ে মারা গেছে। আমার ছেলেরে কিভাবে যে হত্যা করছে, কিভাবে যে গুলি করছে — গুলি করে রাস্তায় ফালায় রাখছে।”

কান্নায় ভেঙে পড়ে তিনি আরও বলেন, “আমার ছেলের কী দোষ ছিল? সে তো আন্দোলনেই নামছিল। আমার ছেলেটারে নির্মমভাবে গুলি করছে। এই সৈরাচার শেখ হাসিনা— আমরা কখনো দেখি নাই যে এভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে মারা হয়। ছাত্ররা তো কোনো অস্ত্র নিয়া নামে নাই, তারা তো রাস্তায় নেমেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য।”

“আমি একজন মা— সারাক্ষণ আমার ছেলের যন্ত্রণার কষ্ট নিয়া রাত কাটাই। আমার বুকটা সুন্দরভাবে খালি কইরা দিছে। আমার পাখির মতো ছেলেটারে ওরা মারছে।”

তিনি অভিযোগ করে বলেন, “এই বাংলার মাটিতে আমার ছেলের হত্যার বিচার এখনো হইতাছে না। আমি বিচার পাইতাছি না কেন? আমার সরকারের কাছে, সবার কাছে একটাই দাবি— যেভাবে আমার ছেলেটারে হত্যা করছে, সেইভাবেই যেন এই সৈরাচার হাসিনারে এই বাংলার মাটিতে এনে ফাঁসি দেওয়া হয়।”

তিনি বলেন, “ও যেন বুঝতে পারে একটা মায়ের বুক খালি করলে সেই মায়ের কতটা যন্ত্রণা বুকে জমা হয়।”

হাসিনার বিচার দাবি করে তিনি বলেন, “এই বাংলার মাটিতে ওর সর্বোচ্চ ফাঁসি চাই। আমার এতটুকুই চাওয়া। এই বাংলার মাটিতে যেন কখনো কোনোদিন আওয়ামী লীগ আর না আসে। আওয়ামী লীগরে নিষিদ্ধ করা হোক— আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই, সারাক্ষণ নিষিদ্ধ চাই।”

তিনি আরও বলেন, “গেল ঈদের ভেতরে আমার ছেলে ছাড়া আমি ঈদ করতে পারি নাই। আমার মুখে দিয়া খাবার যায় নাই। আমার ঈদে ছেলের কথা এত মনে পড়ছে, আমি সারা রাত কান্না করছি। আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলমু?”

শেষে তিনি বলেন, “আমার এতটুক শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে, যেদিন সব শহীদের বিচার হবে, জনগণ যেন দেখে — রাস্তায় যেন ওর ফাঁসি হয়।”

সূত্রঃ https://youtu.be/DF9l9OQjsy8?si=lbhHt0CB4-IKy59C

ইমরান

×