
ছবিঃ সংগৃহীত
নির্বাচন-সংস্কার নয়, সবার আগে হতে হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ইনকিলাব মঞ্চের শহীদী মার্চের সমাবেশে সারজিস এ কথা বলেন।
তিনি বলেন, আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে, যদি আগামী নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে ওই ভারত কি নাকি মনে করে বসে, যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্ত ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা আর ঘুণাক্ষরেও তাকাবো না।
যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই হাসিনাকে এজ বাংলাদেশে ফেরত দেয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না।
সারজিস আরো বলেন, আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায়, তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরাম-আয়েশের স্থাপনা, আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতে তাদের বিচার হতে হবে।
এনসিপির এই নেতা বলেন, আজকে থেকে ১০মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গা থেকে স্যাংশন দেয়া হবে, কখন আমেরিকা হস্তক্ষেপ করবে, কখন হাসিনা মারা যাবে, কখন পরের ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত। কিন্ত যেই ছাত্রজনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশছাড়া করেছে, এই হত্যাগুলোর বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে অন্য কিছুর নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না।
রাজনৈতিক দলগুলো এখন সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন সবার আগে হত্যাকাণ্ডের বিচার হতে হবে।
রিফাত