ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২১:১৫, ২৫ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে কাতার থেকে রোমে গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে কাতার ত্যাগ করেন তিনি, এবং এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

রোমে পৌঁছানোর পর, অধ্যাপক ইউনূস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বেসিলিকা পরিদর্শন করেন, যেখানে প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহ রাখা ছিল। শনিবারের শেষকৃত্যের আগে এখানে শ্রদ্ধা জানাতে যান তিনি।

পোপ ফ্রান্সিস প্রফেসর ইউনুসের কাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন, বিশেষত তার "থ্রি জিরো" দৃষ্টিভঙ্গির প্রতি। এই উদ্যোগের লক্ষ্য ছিল—কোন বেকারত্ব না থাকা, কোন দারিদ্র্য না থাকা, এবং শূন্য কার্বন নির্গমন নিশ্চিত করা। ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে ভ্যাটিকান রোমে "থ্রি জিরো ইনিশিয়েটিভ" চালু করেছে।

পোপ ফ্রান্সিস গত সোমবার মৃত্যুবরণ করেন, তার বয়স ছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

নুসরাত

×