
ছবিঃ সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে বিচার করতে হবে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নিবন্ধন স্থগিত করতে হবে। এ সময় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার সকাল ১০টায় ঢাকা উত্তর জেলা বাটারস্থ আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে অনুষ্ঠিত "দায়িত্বশীল তারবিয়ত-২৫" সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জুলাই অভ্যূত্থানকালীন গণহত্যা, শাপলা চত্ত্বরে গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যাসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা এবং স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন।”
তিনি নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান জানিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবমূর্তি এখন চমৎকার, এবং এই ভালোবাসাকে শক্তিতে রূপান্তরিত করে নির্বাচনী শক্তিতে পরিণত করতে হবে। তিনি নারী ও পুরুষ সবার মাঝে দাওয়াতি কাজ করে ভোট ব্যাংক তৈরি করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকি। তিনি বলেন, “বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সর্বোচ্চ অনুকুল পরিবেশকে কাজে লাগাতে হবে এবং ভারতীয় মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতীয় মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে।”
সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “ইসলামকে নারী সমাজের প্রতিপক্ষ ও রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানোর পাঁয়তারা করছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এই বিতর্কিত 'নারী বিষয়ক সংস্কার কমিশন' বিলুপ্তি এবং এর প্রতিবেদন বাতিল করা উচিত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, এড. মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, মুফতী নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতী হাবিবুল্লাহ, রাকিবুল ইসলাম, আবদুল কুদ্দুস রশিদ প্রমুখ।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1JNUek8PoR/
মারিয়া