ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন উপদেষ্টা আসিফ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৫৬, ২৫ এপ্রিল ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন উপদেষ্টা আসিফ

ছবি: পরীক্ষা কেন্দ্রে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে (এনএসইউ) ভর্তি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার নিয়ম অনুযায়ী তিনি ভর্তি পরীক্ষায়ও অংশ নিয়েছেন। এসএসইউ সূত্র জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, স্থানীয় সরকার উপদেষ্টা এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি এন্ড গভর্মেন্স (ইএমপিজি) বিষয়ে ভর্তি ইচ্ছুক। নিয়ম মেনে তিনি পরীক্ষায় বসেছেন। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর মেধার ভিত্তিতে তিনি ভর্তির সুযোগ পাবেন।

এনএসইউকে বড়লোকের বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ে উচ্চ টিউশন ফির কারণে ধর্ণাঢ্য পরিবারের সন্তানরা পড়ালেখা করে থাকেন। যদিও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২৫ থেকে ১০০ ভাগ বৃত্তির ব্যবস্থা রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

এদিকে উপদেষ্টার এই ভর্তির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলোচনা করছেন। শিক্ষার্থীরা বলছেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভ’মিকা রাখলেও কোন উপদেষ্টা তাদের মধ্য থেকে করা হয়নি। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বয়ং উপদেষ্টাই হচ্ছেন। অনেকে আবার উচ্চ টিউশন ফির বিষয়েও আঙ্গুল তুলেছেন।

উপদেষ্টা আসিফ যে বিষয়ে মাস্টার্স করতে আগ্রহী সে বিষয়ের টিউশন ফি কত জানতে এনএসইউ বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, ইএমপিজি বিষয়ে মাস্টার্সের জন্য ৩৬ ক্রেডিট অথবা ৩৯ ক্রেডিট লাগবে। প্রতি ক্রেডিটের জন্য ৪৫০০ টাকার মত ফি নির্ধারিত রয়েছে। অর্থাৎ উপদেষ্টা আসিফ যদি ৩৬ ক্রেডিট নেন তবে তার মাস্টার্স সম্পন্ন করতে শুধুমাত্র ক্রেডিট শেষ করতেই ১ লাখ ৬২ হাজার টাকা লাগবে। ৩৯ ক্রেডিট সম্পন্ন করতে লাগবে ১ লাখ ৭৫ হাজার টাকা। এর সঙ্গে ভর্তি ফি ও আরও অতিরিক্ত ফি রয়েছে। এছাড়াও বৃত্তির সুযোগ আছে। জানা যায়, অনলাইনে ফর্ম কিনতে ১৫০০ টাকা, ভর্তি ফি ২০ হাজার টাকাসহ আনুসঙ্গিক ফি রয়েছে। সর্বমোট ২ লাখ ৫ হাজার টাকার এই প্রোগ্রাম বলে জানা গেছে।

উপদেষ্টা আসিফ কী বৃত্তির সুবিধা পাবেন কীনা এমন প্রশ্নে এনএসইউ এর এক কর্মকর্তা জানান, তিনি পরীক্ষা কেমন দিয়েছেন ও ফলের মূল্যায়নের পর এটি জানা যাবে। পরীক্ষায় ভাল করলে তিনি শতভাগ বৃত্তিও পেতে পারবেন। এই বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবেও জানানো হবে বলে জানান। তবে ওয়েবসাইটে দেখা যায়, এই ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের লিখিত পরীক্ষা ও ৪০ নম্বরের ভাইভা রয়েছে।

নুসরাত

আরো পড়ুন  

×