
ছবিঃ প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক করে।
শুক্রবার (২৫ এপ্রিল) আনুমানিক রাত ১:৩০ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মি বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উন্নতমানের চশমা-৭৫৬ পিস, কসমেটিকস্ সামগ্রী-২,৫৩২ পিস, ক্লপ-জি ক্রিম-১,৮১৫ পিস, আই. ভি. ক্যানোলা - ৫,০০০ পিস, ফুচকা-১,২০০ কেজি এবং জর্জেট থান কাপড়-৭৪৮ মিটার আটক করে। আটককৃত অবৈধ চোরাচালানি মালামালের সিজার মূল্য প্রায় ৫২, ৪২, ২৫০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানি মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাহাতে ভারত হতে যেন কোন ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান আছে।
আরশি