ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা: চৌধুরী হাসান সারওয়ার্দী

প্রকাশিত: ১৭:৪৯, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৫৫, ২৫ এপ্রিল ২০২৫

ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা: চৌধুরী হাসান সারওয়ার্দী

ছবি: সংগৃহীত।

‘ড. ইউনুসকে হত্যার ষড়যন্ত্র করেছিল বিগত সরকার। আমি এর বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছি এবং শেখ হাসিনাকে জানিয়েছিলাম, যদি এমন কিছু ঘটে, তবে বাংলাদেশ পুরোপুরি হত্যাকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, "ইলিয়াস আলী গুম হওয়ার কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে, ইলিয়াস আলী আমাকে হত্যা করার জন্য সিঙ্গাপুরে বসে ষড়যন্ত্র করছে। আমি তাকে বলেছিলাম, এটি মিথ্যা খবর, গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো ব্যক্তি আপনাকে উত্তেজিত করার জন্য এমন কথা বলেছে।"

তিনি আরও বলেন, "কিছুদিন পরেই ইলিয়াস আলী গুম হয়ে যান, এবং শোনা গেছে, তৎকালীন র্যাবের অফিসাররা তাকে হত্যার জন্য দায়ী।"

তিনি দাবি করেছেন, তাজরিন গার্মেন্টসে ভয়াবহ আগুনে ১৫৮ জন শ্রমিকের মৃত্যু হওয়ার পর শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছিলেন মৃতদেহগুলো গুম করে ফেলতে। তবে, তিনি বলেন, "আমি এই নির্দেশ অনুসরণ করিনি।"

চৌধুরী হাসান সারওয়ার্দী আরও জানান, তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন কেন ওই মৃতদেহগুলো গুম করার নির্দেশ দেয়া হয়েছে, তখন শেখ হাসিনা বলেছিলেন, "এই মৃতদেহগুলো সামনে আসলে বিএনপি ও খালেদা জিয়া আন্দোলন করবে, রাস্তাঘাট বন্ধ করে দেবে, ফলে ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে সম্পর্ক অচল হয়ে যাবে।"

এ বিষয়ে সারওয়ার্দী তার মনের কথা জানিয়ে বলেন, "আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, যারা এসব বুদ্ধি দেয় তারা আপনার ভাল চায় না। এতগুলো মানুষ পুড়ে মারা গেছে, অনেকের আত্মীয়স্বজনের মৃতদেহ এখানেই পড়ে আছে, তাদের আহাজারি শুনতে হচ্ছে।"

তিনি আরও বলেন, "এ সময় আমি মৃতদেহগুলো আত্মীয়-স্বজনের কাছে ফিরিয়ে দিয়েছি।"

তৎকালীন সরকারের নেতিবাচক কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের কিছু কর্মকর্তা, বিশেষত তারেক সিদ্দিকী, যিনি গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন, নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন সারওয়ার্দী। তিনি বলেন, "আয়নাঘরে আমাদের সহকর্মীরা আটক ছিল, অফিসারদের ওপর নির্যাতন চালানো হয়েছিল, আর অনেক বেসামরিক ব্যক্তিকেও নির্যাতনের শিকার হতে হয়েছিল।"

তিনি জানান, ৫ আগস্ট তিনি কারাগারে ছিলেন এবং ৯ মাস ৯ দিন কারাভোগ করার পর মুক্তি পান।

সূত্র: https://www.youtube.com/watch?v=WsNaycQxp1k

সায়মা ইসলাম

×