ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

শহরের মোড়ে মোড়ে বিনামূল্যে নিরাপদ পানির নিশ্চয়তা দিতে হবে: ফরহাদ মজহার

প্রকাশিত: ১৭:১৩, ২৫ এপ্রিল ২০২৫

শহরের মোড়ে মোড়ে বিনামূল্যে নিরাপদ পানির নিশ্চয়তা দিতে হবে: ফরহাদ মজহার

ছবিঃ সংগৃহীত

বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার এক বক্তৃতায় বলেন, গণঅভ্যুত্থানের পর যে সরকার ক্ষমতায় এসেছে, তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি। তিনি বিশেষভাবে ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “আমরা বুঝি যে আপনার সীমাবদ্ধতা আছে, বাংলাদেশের রাজনীতিরও সীমাবদ্ধতা রয়েছে — কিন্তু এই মুহূর্তে কিছু জরুরি কাজ শুরু করতেই হবে। এখানে কোনো টালবাহানার সুযোগ নেই।”

ফরহাদ মজহার বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো – বিশুদ্ধ পানি নিশ্চিত করা। কারণ পানির সঙ্গে আমাদের জীবন রক্ষার সম্পর্ক জড়িত। এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব যাতে ঢাকাবাসী অবিলম্বে বিনা পয়সায় বিশুদ্ধ পানি পেতে পারে।”

তিনি উল্লেখ করেন, “যাদের সামর্থ্য আছে, তারা কম দামে পানি কিনতে প্রস্তুত। আমরা চাই, গরিবরা যেন ন্যূনতম মূল্যে পানি কিনতে পারেন, আর যারা একেবারেই সামর্থ্যহীন – যেমন মেহনতি মানুষ ও দিনমজুর – তারা যেন বিনা পয়সায় পানি পান করতে পারেন। এটি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “পানি পাওয়ার অধিকার গরিব মানুষের রয়েছে। প্রতিটি পাবলিক স্থানে, মাদ্রাসা ও স্কুলে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। যারা নদী ও জলাশয় বিষাক্ত রাসায়নিক ও টক্সিক দ্রব্য ফেলে পানিকে নষ্ট করছে, তাদের অপরাধী হিসেবে গণ্য করা উচিত।”

বক্তৃতার শেষাংশে ফরহাদ মজহার বলিভিয়ার একটি বিখ্যাত স্লোগান উদ্ধৃত করেন:
“যে সরকার পানি বোতলে ভরে বিক্রি করে, নদীর ওপর জনগণের অধিকার ইজারা দেয়, সে সরকার জনগণের সরকার নয়। আমরা এমন সরকার চাই, যারা জনগণের সম্পদ রক্ষা করবে, পানির ওপর নাগরিকদের অধিকার নিশ্চিত করবে।”

এই বক্তব্যে তিনি পরিষ্কারভাবে জানান, পানি বেচাকেনার পণ্য নয় — এটি মৌলিক মানবাধিকার, যা রাষ্ট্রের উচিত সব নাগরিকের জন্য নিশ্চিত করা।

তথ্যসূত্রঃ https://youtu.be/xEyRwtoFPQE?si=6MeVQ2lRO7aJX22s

মারিয়া

×