
ছবি: সংগৃহীত
ভারতীয় সাংবাদিক দীপক বেপারী ভারতের হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর পায়তারাকে তীব্র নিন্দা জানিয়েছেন।
২৪ এপ্রিল (বৃহস্পতিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি এসব কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি মোট নয়টি প্রশ্ন উত্থাপন করেছেন:
(১) কেউ কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা নিয়ে প্রশ্ন করবে না?
(২) কেউ ভারতীয় সেনায় ১ লক্ষ ৮০ হাজার শূন্য পদ নিয়ে প্রশ্ন করবে না?
(৩) কেউ প্রশ্ন করবে না, কেন তিন বছর ধরে ভারতীয় সেনার রিক্রুটমেন্ট হয়নি?
(৪) কেউ সিভিক Agniveer পলিসি নিয়ে প্রশ্ন করবে না।
(৫) কেউ ৫৬ ইঞ্চির ব্যর্থতা নিয়ে প্রশ্ন করবে না।
(৬) কেউ প্রশ্ন করবে না, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা নিয়ে।
(৭) কেউ প্রশ্ন করবে না, প্রতিরক্ষা মন্ত্রকে কেন্দ্রীয় বাজেটের কম হওয়া নিয়ে ।
(৮) কেউ প্রশ্ন করবে না ৩৭০ ধারা বাতিলের কেন্দ্রীয় মন্ত্রকের বড় বড় ডায়ালগ নিয়ে।
(৯) কেউ প্রশ্ন করবে না,ওরা যেমন নাম ধর্ম জিজ্ঞেস করে "বিতান" কে মেরেছে, তেমন "সৈয়দ হুসেইন" কেও কেন মেরেছে ?
শুধু করবে এবং বলবে-
(১) মুসলিমরা আতঙ্কবাদি।
(২) মুসলিমরা জিহাদী।
তিনি আরো বলেন, আর এর ফলে যার লাভ হবে ....আবার বিজেপি তাঁদের লাশের রাজনীতি শুরু করে... মানুষের আবেগকে কাজে লাগিয়ে ভোটব্যাংক বানাবে। হিন্দু- মুসলিম দাঙ্গা করাবে। নিজেদের শক্তি আরও বাড়াবে। ২০১৯ সালে পুলওয়ামা ঘটনা হয়েছিল , কিন্তু ৫৬ ইঞ্চি কি করতে পেরেছিল?? আবার, আমি খুব একটা ভুল না হলে,একটা হয়তো দ্বিতীয় কাশ্মীর ফাইল বের করার মাধ্যমে এই ঘটনার ইতি ঘটবে। আজ কাশ্মীরের স্থানীয় মুসলিম নাগরিকরাও পথে নেমেছে, যে তাঁদের সারা বিশ্বের কাছে বদনাম হতে হচ্ছে । তাঁরাও এর ন্যায় বিচার চায়। যেহেতু ,পাকিস্তানের জঙ্গি সংগঠন এই হামলা করিয়েছে, তবে এদেশের মুসলিম জনজাতিকে কেন তার খেসারত দিতে হবে, কেন অপমানিত, লাঞ্ছিত হতে হবে? ৫৬ ইঞ্চির ক্ষমতা থাকলে , হিন্দু মুসলিম না করিয়ে, পাকিস্তানের জঙ্গি সংগঠন গুলিকে উড়িয়ে দিক আমরাও এটাই চাই।
ফারুক