ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কলকাতার ফাউল জিনিস বমি করে ফেলে দিতে হবে সফটওয়্যার ক্লিন করতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ১৪:৩৪, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৩৫, ২৫ এপ্রিল ২০২৫

কলকাতার ফাউল জিনিস বমি করে ফেলে দিতে হবে সফটওয়্যার ক্লিন করতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত

এবি পার্টির সাধারণ সম্পাদক সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “গত পাঁচ-ছয় দশক ধরে আমাদের ওপর কলকাতার ফাউল জিনিস, বমি করা জিনইস খাওয়ানো হয়েছে। এই বমিটাকে এখন ফেলে দিতে হবে। সফটওয়্যার ক্লিন করতে হবে। দরকার রিফ্রেশ বাটন। এটাই আমাদের লড়াই।”

তিনি অভিযোগ করেন, “বাঙালি জাতীয়তাবাদের নামে শেখ পরিবার যে দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, তা আমাদের ১৯৭১ সাল থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। যেন তার আগে আমাদের কোনো ইতিহাসই ছিল না। আমরা ঘুমিয়ে ছিলাম, ঘুম থেকে উঠে দেখি একটি রাষ্ট্র ‘নাজিল’ হয়েছে।”

তার ভাষ্য অনুযায়ী, “এই রাষ্ট্রে সব কিছু এখন গোপালগঞ্জ, ছাত্রলীগ, শেখ মুজিব ও আওয়ামী লীগে ভরা। আমরা সবাই কেবল প্রজা মাত্র। এরপর শুরু হয় আমাদের গল্প—শেখ হাসিনা আসবেন, জয় আসবেন, পুতুল আসবে, তারা সবাই রাজত্ব করবেন; এরপর কেয়ামত হবে, দুনিয়া শেষ—এই হলো আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের বয়ান।”

 

সূত্র: https://www.facebook.com/watch/?v=1172088371270991&rdid=0tD4l94sgM3AoYpg

আবীর

×