
ছবিঃ সংগৃহীত
সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে লিখেছেন, রাহুল গান্ধী কংগ্রেসের ‘হো মা সা’ করছেন। তবে রাহুল গান্ধীকে শেষ সময়ে বাঁচিয়ে দিয়েছেন ধ্রুব রাঠি সহ প্রমিনেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা।
পিনাকী মনে করেন, ভারতে ধ্রুব রাঠি ও কংগ্রেস এলাইন্ড সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যেভাবে ভূমিকা রাখছেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও সামনে নির্বাচনে সেই একই ভূমিকা পালন করতে যাচ্ছেন এক শ্রেণির ইনফ্লুয়েন্সার। অথচ বাংলাদেশের রাজনীতিবিদরা এই ‘বাংলাদেশি ধ্রুব রাঠিদের’ অবমূল্যায়ন করছেন বা তাঁদের সঙ্গে সংঘাতে যাচ্ছেন।
তিনি আরও লেখেন, বাংলাদেশের অধিকাংশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডানপন্থী রাজনীতির সাথে এলাইন্ড। তারা জিয়াউর রহমানের ব্যাপারে অনড় অবস্থানে থাকেন। অতীতে এই ইনফ্লুয়েন্সাররা বিএনপির পাশেই ছিলেন, এমনকি বিনিময়ে কিছু চেয়েও নেননি। তাদের একমাত্র চাওয়া—প্রো-ইন্ডিয়ান পলিটিক্স থেকে সরে আসা, রাষ্ট্রীয় সংস্কার এবং ফ্যাসিবাদী দমননীতি দূর করে তার পরে নির্বাচনের পথে যাওয়া। কিন্তু বিএনপির নেতৃত্ব ক্ষমতা দখলের তাগিদেই বেশি আগ্রহী।
“সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সফট পাওয়ার রিয়েল, এটা হারানো বিএনপির জন্য ডিজাস্টার হবে। মার্ক মাই ওয়ার্ডস”, লিখেছেন পিনাকী ভট্টাচার্য।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1XMMWztjxV/
মারিয়া