
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ২৫শে এপ্রিল শুক্রবার ময়মনসিংহে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নারী আইন সংস্কার কমিশন বাতিলের আহ্বান জানান। একইসঙ্গে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জবাবদিহি, এবং বিগত সরকারের ‘জঞ্জালমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে সর্বপ্রথম এই বিতর্কিত নারী আইন সংস্কার কমিশন বাতিল করুন। যদি নতুন করে কোনও কমিশন গঠন করতেই হয়, তবে তা হতে হবে সকল শ্রেণি-পেশা, দল ও মতাদর্শের প্রতিনিধিত্বে গঠিত। সেখানে এমন ঈমানদার নারীদেরও অন্তর্ভুক্ত করতে হবে, যারা কোরআন-হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখেন।”
দ্রব্যমূল্য ইস্যুতে মন্তব্য করে তিনি বলেন, “রমজানে দ্রব্যমূল্য কিছুটা সহনীয় ছিল, মানুষ আশ্বস্ত হয়েছিল। কিন্তু এখন আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। সরকারকে বলব, এই দিকটায় গুরুত্ব দিন এবং সমাজে শৃঙ্খলা বিনষ্টকারীদের আইনের আওতায় আনুন।”
ডা. শফিকুর রহমান বিগত সরকারের সমালোচনা করে বলেন, “সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার যে জঞ্জাল তৈরি করেছে, তার সংস্কার সাধন করুন। যারা এই দীর্ঘ শাসনের শেষপ্রান্তে এসে গণহত্যা চালিয়েছে, তাদের কাউকে আইনের বাইরে রাখা যাবে না। সকলের বিচার নিশ্চিত করতে হবে।”
নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন বলেছে তারা নাকি ইতিহাসের সর্বোত্তম নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের একবার এসিড টেস্টে দেখতে চাই। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রমাণ করুন, আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। এতে জনগণ সন্তুষ্ট হলে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা করবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আর যদি অতীতের মতোই কিছু চলে, তাহলে জনগণ আপনাদের হলুদ নয়, লাল কাঠ দেখাবে। এত রক্ত, এত জীবন, এত শহীদের আত্মত্যাগ—তা যদি কোনো পরিবর্তন না আনে, তাহলে আমাদের জবাবদিহি কোথায়? শহীদদের পরিবার, পঙ্গু ও আহত ভাই-বোনদের সামনে আমাদের জবাব কী হবে?”
সবশেষে তিনি বলেন, “বাংলাদেশকে জঞ্জালমুক্ত, কলুষমুক্ত, দুর্নীতিমুক্ত, ও দুঃশাসনমুক্ত করার জন্য আমাদের শহীদরা যেমন জীবন দিয়েছে, আমরাও প্রয়োজন হলে আরেকবার জীবন দিয়ে হলেও সেই লড়াইয়ে প্রস্তুত হব, ইনশাআল্লাহ।”
সূত্র: https://www.youtube.com/watch?v=qj65f7koHGM
আবীর