ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এনসিপি কী বলছে?

প্রকাশিত: ১৩:৩২, ২৫ এপ্রিল ২০২৫

নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এনসিপি কী বলছে?

ছবি: সংগৃহীত

নারী আইন সংস্কার কমিশন নিয়ে দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে চলছে তীব্র বিতর্ক। ইসলামী দলগুলোর পক্ষ থেকে পুরো কমিশন বাতিলের দাবি উঠলেও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো মতপার্থক্য সত্ত্বেও পুরো কমিশন বাতিলের পক্ষে নয়।

সম্প্রতি যমুনা টেলিভিশনের একটি টকশোতে নারী সংস্কার কমিশন বিষয়ে প্রশ্ন করা হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, “সংস্কার কমিশন নিয়ে অল্প সময়ের মধ্যে বিস্তারিত বলা কঠিন। বিশেষ করে নারী সংস্কার কমিশনের কিছু প্রস্তাব সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটাচ্ছে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যায়।”

তিনি আরও বলেন, “ইসলামী দলগুলোর একটি যৌক্তিক উদ্বেগ রয়েছে—কমিশনের সদস্যদের মধ্যে প্রায় সবাই একটি নির্দিষ্ট ঘরানার মানুষ, যারা দীর্ঘদিন এনজিও, সুশীল সমাজ এবং বিদেশি ফান্ডেড প্রজেক্টে কাজ করেছেন। অথচ বাংলাদেশে নারী উদ্যোক্তা, গ্রামীণ জনপদের কর্মক্ষম নারী, প্রশাসনে থাকা নারী কর্মকর্তা, এমনকি অবসরপ্রাপ্ত নারী বিচারপতিরাও রয়েছেন, যারা কমিশনের বাইরে থেকে গেছেন।”

আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করে বলেন, “বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও, কমিশনের প্রস্তাবনায় মুসলিম পারিবারিক আইন—বিশেষত ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ—এবং হিন্দু বিবাহ ও সম্পত্তি আইনকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে এখনো প্রচলিত রীতিনীতির মাধ্যমেই বিবাহ ও সম্পত্তি বণ্টন পরিচালিত হচ্ছে। এ বাস্তবতা উপেক্ষা করে কিছু সংস্কার প্রস্তাব এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা সংখ্যাগরিষ্ঠ নারীর ওপর চাপিয়ে দেওয়ার শামিল।”



সূত্র: https://www.youtube.com/watch?v=svcHMJNp9-g

আবীর

×