ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

‘আশা করেছিলাম আপনি জিজ্ঞেস করবেন বেগম জিয়া কেমন আছেন’

প্রকাশিত: ১২:২৮, ২৫ এপ্রিল ২০২৫

‘আশা করেছিলাম আপনি জিজ্ঞেস করবেন বেগম জিয়া কেমন আছেন’

ছবি: সংগৃহীত

সাংবাদিক শারমিন চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ড. শফিকুর রহমানকে প্রশ্ন করেন, “আপনি লন্ডনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। সেখানে তারেক রহমানও উপস্থিত ছিলেন। আপনি বলেছেন তার খোঁজখবর নিতে গিয়েছিলেন এবং রাজনৈতিক আলাপও করেছেন। নির্বাচন নিয়ে কি কোনো আলাপ হয়েছে? নির্বাচন নিয়ে কি কোনো সমঝোতা এসেছে আপনাদের?”

এই প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, “আমি আশা করেছিলাম আপনি প্রশ্ন করবেন উনি কেমন আছেন। আমরাও মজলুম, তিনিও মজলুম। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। আমাদের নৈতিক এবং দায়বদ্ধতার জায়গা থেকে ভিজিটটা দরকার ছিল। আমরা গিয়েছি, আলহামদুলিল্লাহ। দেখা হয়েছে, মানসিকভাবে উনি ভালো আছেন।”

তিনি আরও বলেন, “সবমিলিয়ে আমাদের এই সাক্ষাৎটা ছিলো একেবারেই নন-অফিশিয়াল এবং একেবারেই সৌজন্যমূলক। যেহেতু তিনি তার বড় সন্তানের বাসায় থাকেন এবং তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই কারণে তিনিও ঐ সাক্ষাতের সময় ছিলেন। কথাবার্তা আমাদের হয়েছে। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা কথা বলিনি। দেশের মোট পরিস্থিতি নিয়েই আমরা আলোচনা করেছি।”

ড. শফিকুর রহমান তার বক্তব্যে এই সাক্ষাতকে একেবারেই সৌজন্যমূলক এবং ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে হওয়া একটি সাক্ষাৎ হিসেবে তুলে ধরেছেন।

আবীর

×