ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আল কোরআন এবং নবী করীম (সাঃ) এর সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশ চাই: জামায়াত আমির

প্রকাশিত: ১২:০৯, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:১০, ২৫ এপ্রিল ২০২৫

আল কোরআন এবং নবী করীম (সাঃ) এর সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশ চাই: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে আজ ২৫শে এপ্রিল শুক্রবার জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মী সম্মেলনে দলের আমির ড. শফিকুর রহমান বক্তৃতা প্রদান করেনা

তিনি বলেন, “আমরা একটি বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই। এবং সেই বাংলাদেশকে অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামীনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করীম (সাঃ) এর সুন্নাহর ভিত্তিতে।”

ড. শফিকুর রহমান আরও বলেন, “এমন একটি বাংলাদেশ যদি গড়ে তুলি, তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী—তারা কী করবে? ইসলামের নবী, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর নির্দেশে পৃথিবীতে এসেছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার জন্য।”

এ বক্তৃতার মাধ্যমে তিনি একটি শান্তিপূর্ণ ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে সকল ধর্মের মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।

আবীর

×