ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

‘ড. ইউনূসের সফরের মধ্যেই কাতারের সব ঋণ পরিশোধ’

প্রকাশিত: ০৫:১৮, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০৫:২৪, ২৫ এপ্রিল ২০২৫

‘ড. ইউনূসের সফরের মধ্যেই কাতারের সব ঋণ পরিশোধ’

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরের মধ্যেই বুধবার বকেয়া টাকার সর্বশেষ পেমেন্ট দেওয়া হয়েছে বলে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজ থেকে নেওয়া স্ক্রিনশট

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ ফেসবুক পেজে, জ্বালানি কেনা হলেও কাতারের কাছে আওয়ামী লীগ সরকার ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল উল্লেখ করে আরও লেখেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরের মধ্যেই কাতারের সব ঋণ (২৫৪ মিলিয়ন ডলার) পরিশোধ হয়েছে।

উল্লেখ্য, পতিত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখে ক্ষমতা ছেড়ে পালিয়েছে। অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করেছে। বুধবার (২৩ এপ্রিল) সম্পূর্ণ বকেয়া পরিশোধ করা হয়েছে।

 

সূত্র: https://www.facebook.com/photo?fbid=1049619490555252&set=a.465491742301366

রাকিব

আরো পড়ুন  

×