
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুক স্ট্যাটাসে ২০২৪ সালের ১১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সামনে ‘বুক পেতে’ দাঁড়ানো ও পরবর্তীতে ‘পড়ে যাওয়া’র ব্যাখ্যা দিয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাফি লিখেছেন, ‘ভিডিওটি নিয়ে অনেকে ট্রল করছেন। সত্যি বলতে, এতে করে ব্যাপারটাকে অনেকটাই সস্তা মনে হয়েছে। তবে এ নিয়ে আমার কোনোরকম দুঃখ, রাগ বা অভিযোগও নেই। কিন্তু মাঝেমধ্যে খানিকটা কষ্ট লাগে।’
১১ জুলাইয়ের সেই ঘটনার ব্যাখ্যা দিতে পুলিশের ধাওয়া ও লাঠিচার্জের কথা উল্লেখ করে রাফি লেখেন, “একপর্যায়ে মনে হলো কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর ১ নাম্বার গেটে ব্লকেড কর্মসূচিতে ‘প্রয়োজনে পেট্রোল দিয়ে নিজেকে জ্বালিয়ে দিবো কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না’ বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করতে যখন দেখি পেছনে পুলিশ ছাড়া আর কেউ নাই, তখন আর কিছু না ভেবে দাঁড়িয়ে গেলাম।”
এছাড়া, পুলিশের সামনে ‘বুক পেতে’ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে রাস্তায় ‘পড়ে যাওয়া’ ঘটনার ব্যাখ্যায় রাফি জানান, ‘ভেবেছিলাম আমাকে গুলি করবে, কিন্তু কিছুক্ষণ পর ২-৩ জন পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হলো। আমিও পাল্টা ধাক্কা দিতে শুরু করলাম। টাইগারপাস থেকে দুই নাম্বার পর্যন্ত অনেকে পথ আমরা দৌড়ে আসার কারণে প্রায় সবাই ক্লান্ত ছিলাম। যার ফলে একটু ধাক্কাধাক্কি করতেই আমি পড়ে যাই, পিচ রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। তারপর আর তেমন কিছু মনে ছিলো না।’
রাকিব