
ছবিঃ সংগৃহীত
লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, "কুয়েটের পোলাপাইন যে যুদ্ধটা করলো, এবার সেই যুদ্ধটা আমার-আপনার করার পালা।"
তিনি তার পোস্টে বলেছেন,
কুয়েটের পোলাপাইন যে যুদ্ধটা করলো, এইবার সেই যুদ্ধটা আমার-আপনার করার পালা।
আমরা ৩২ নাম্বার ভাঙতে পারলেও আওয়ামীলীগকে এখনও ভাঙতে পারিনি। এবং যদি না ভাঙতে পারি, তবে আগামী ইলেকশনে এই খুনির দল আমার, আপনার বাসায় এসে ভোট চাইবে। আমাদের ভাই বোনের রক্ত মাখা হাত তথাকথিত রাজনীতির নামে আমাদের আবার দেখতে হবে। সরকারের উপর ভরসা করে লাভ নাই, কুয়েট ইস্যুতে প্রমাণ হয়েছে বাধ্য করতে না পারলে দুনিয়ার কোন সরকারই আসলে কথা শোনে না।
ইউনূস মিষ্টি মিষ্টি কথা যতই বলুক, দাবি আদায়টা দিনশেষে আমারে, আপনারেই করতে হবে। রাজনৈতিক দলের আশা করেও লাভ নাই। রাজনৈতিক দল বড়জোর আওয়ামীলীগ নিয়ে রাজনীতি করবে, নিষিদ্ধ নিয়ে ওদের মাথা ব্যথা নাই। আপাতত বল আমাদের কোর্টে। গোলটাও তাই আমাদেরই দিতে হবে। কুয়েটের মতো আপনাদের অনশন করতে বলি না, জাস্ট কালকের ইনকিলাব মঞ্চের সমাবেশটাতে জয়েন করেন।
শাহবাগে বিকেল তিনটার এই শহীদি সমাবেশ থেকেই আওয়ামীলীগের মৃত্যুপরোয়ানা জারি হোক। জুলাই এ পাওয়া স্বাধীনতা রক্ষা করতে হলে আওয়ামীলীগকে নিষিদ্ধ হতেই হবে।
মনে রাইখেন, এইটা হলো নূন্যতম সংস্কার। ২০০০ মানুষ মেরেও আওয়ামীলীগ যদি এই দেশে রাজনীতি করতে পারে, তবে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল ভবিষ্যতে আওয়ামীলীগ হয়ে উঠার সাহস পাবে। আপনার আমার সন্তানদের আরো একটা রক্তাক্ত জুলাই পার করতে হবে।
শুক্রবারের এই সমাবেশে আপনি তাই খালি আপনার জন্য আসবেন না, আসবেন আপনার সন্তানদের জন্যও।
শুক্রবার। বিকেল ৩ টা। শাহবাগ।
জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের না। রাজনৈতিক দলেরও না। কারণ ওদের কেনা যায়। জুলাই রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষেরই।
আমাদের শহীদরা যেই জুলাই এর ভার আমাদের উপর দিয়ে গেছে, আওয়ামীলীগ নিষিদ্ধ করে সেই জুলাইকে পূর্ণতা দেওয়া আমাদের কর্তব্য। দেখা হবে বিজয়ে।
ইনকিলাব জিন্দাবাদ।
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1018030450469183&rdid=Dd7eSEb0cGTewhUZ
ইমরান