
ছবি: সংগৃহীত
কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামকে অপসারণের দাবিতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘটনায় সমাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকরা রবিউল আউয়াল অন্তরকে ‘চাঞ্চল্যকর গুজব সৃষ্টিকারী’ ও ‘কিশোর গ্যাং’ আখ্যা দিয়ে তার শাস্তি দাবি করে আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে কর্মসূচি দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, ইউএনও রবিউল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে অন্তর অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে। এছাড়া, ইউওএনওকে ‘মানবিক ও দরদি’ হিসেবে উপস্থাপন করে অন্তরের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে স্থানীয়রা নানা আলোচনা-সমালোচনা করছে, বিষয়টি পরিণত হয়েছে ‘টক অব দি কলাপাড়া’য়।
এর আগে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলামের অপসারণ দাবি ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের নেতৃত্বে ‘কলাপাড়া ও মহিপুরের জনতা’র ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রবিউল আউয়াল অন্তরসহ ছাত্র অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক বনি আমিন সিফাত।
বক্তারা ইউএনও রবিউল ইসলামকে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের ‘দোসর’ হিসেবে আখ্যায়িত করেন। তার নেতৃত্বে একটি সিন্ডিকেট দুর্নীতিমূলক কর্মকাণ্ড করছে বলে দাবি করা হয়। মানববন্ধন শেষে পৌর শহরে বিক্ষোভ মিছিলও করা হয়।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ নেতা রবিউল আউয়াল অন্তরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, ‘মূলত উনি অবৈধভাবে বালু উত্তোলনের সহায়তা চেয়েছিল, হাট-বাজারের ইজারা চেয়েছিল। যেটা নিয়মের বাইরে গিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে তারা যা বলেছে, সেগুলোর ব্যাপারে আইনি প্রতিকার নেওয়া হবে।’
ছাত্র অধিকার পরিষদ নেতা রবিউল আউয়াল অন্তরের বিরুদ্ধে পাল্টা কর্মসূচির ব্যাপারে তার বক্তব্য নেওয়ার জন্য রাতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মানববন্ধনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অন্তরকে নিয়ে নেটিজেনদের বিভিন্ন ধরনের নেতিবাচক মতামত দেখা গেছে। তারা ইউএনওর পক্ষে অবস্থান নিয়ে নানা মতামত ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে রবিউল আউয়াল অন্তর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন। এছাড়া, তাকে অপহরণ ও পরবর্তী সময়ে উদ্ধারের ঘটনাকে নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল।
মেজবাহউদ্দিন মাননু/রাকিব