
ছবি: জনকণ্ঠ
বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ নারীশিক্ষা, নারীপ্রগতি ও সমাজ শৃঙ্খলায় গোপালগঞ্জে মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকা পুরষ্কার-২০২৪ পাচ্ছেন।
সাবরিনা বিনতে আহমেদ পুরস্কার প্রাপ্তি সম্পর্কে বলেন, সব ধরনের প্রাপ্তিই আনন্দের। আমার খুবই ভালো লেগেছে আমার নিজের জেলার মানুষ আমাকে খুঁজে মূল্যায়ন করেছে। আমি জানতামই না আমাদের গোপালগঞ্জ শিল্প সাহিত্যে এত এগিয়ে আছে।
কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক মিন্টু হক বলেন, কাশবন সাহিত্য পত্রিকা কেবল একটি সাহিত্য পত্রিকা নয় বরং এটি একটি সেবামূলক সাহিত্য সংগঠনে রূপ নিয়েছে। এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাশবন সাহিত্য পত্রিকা নিরসলভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার শুক্রবার ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এতে বাংলা সাহিত্য ও শিল্পসহ মোট ১১টি ক্যাটাগরিতে ১৭ জনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে ৩ জন বিদেশি নারীও রয়েছেন। তিনি সকলের কাছে সহযোগীতা কামনা করেন।
এছাড়াও পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন- "কবিতায় টোকন ঠাকুর, সাদিয়া নাজিব ও সৌমিত্র দেব। কথাসাহিত্যে হামীম কামরুল হক, চাণক্য বাড়ৈ। গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনায় মাসুদুল হক ও তারেক রেজা। ভ্রমণ সাহিত্যে কামরুল হাসান। পঞ্চকবির গান ও বিশুদ্ধ সঙ্গীত চর্চায় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। পত্রিকা সম্পাদনা ও সাহিত্য রচনায় এজাজ ইউসুফী ও নাহিদা আশরাফী। প্রকাশনায় জেবুন্নেসা জেবু, গবেষণায় তারুণ্যের উদ্দীপনায় সুহৃদ সাদিক। শিক্ষা ও গবেষণায় ড. রাজিউর রহমান, অধ্যাপক প্রবীর চক্রবর্তী। মানবিক সাংগঠনিক দক্ষতায় গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট ও সোনার বাংলা নবীন সংঘ।"