
ছবি সংগৃহীত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর জুরাইন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই ছাত্রী হলেন: ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনা।
ডিবি সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর তারা আত্মগোপনে চলে যান এবং জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ভবনে গোপনে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
আশিক