
ছবিঃ প্রতিবেদক
কুমিল্লায় সুজনের গোলটেবিল বৈঠকে রাষ্ট্রসংস্কার ও রাজনৈতিক ঐক্যমত গঠনে নাগরিক ভাবনা ও মতামত গ্রহণে ব্যাপক আলোচনা হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল কুমিল্লা শহরের একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ এ গোলটেবিল বৈঠক।
‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণে সুজন দেশব্যাপী নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে। ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন—এই দুই প্রেক্ষাপটকে সামনে রেখে ভবিষ্যতের রাষ্ট্র গঠনে জাতীয় ঐকমত্য গঠনই এখন সময়ের দাবি।’
সভায় বক্তারা দ্রুত রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনায় অংশগ্রহণ করেন-কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলে উদ্দীন আহমেদ, জেলা সুজনের সাবেক সভাপতি অধ্যাপক মমিনুল হক চৌধুরী, অধ্যাপক সফিকুর রহমান, অধ্যাপক ড. এমএম শরিফুল করিম, মোঃ আনিছুর রহমান আকন্দ, অধ্যাপক নিখিল চন্দ্র রায়, বদরুল হুদা জেনু, আবুল হাসনাত বাবুল, ওমর ফারুক ভুইয়া প্রমুখ।
এছাড়াও মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সুজন সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় মতামত তুলে ধরেন।
আরশি