ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুহিন ফারাবীর

প্রকাশিত: ১৯:৩৮, ২৪ এপ্রিল ২০২৫

ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুহিন ফারাবীর

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ তুহিন ফারাবী অভিযোগ করেছেন, একটি সুপরিকল্পিত চক্র ছাত্র উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে জনমনে আস্থা নষ্ট করার উদ্দেশ্যে ‘মিডিয়া ট্রায়াল’ এবং ‘হিংসাত্মক প্রোপাগান্ডা’ চালাচ্ছে। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

তুহিন ফারাবীর ভাষ্য মতে, “জনগণের ওপর থেকে ছাত্র উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধিদের আস্থা নষ্ট করতেই একটি চক্র সুপরিকল্পিতভাবে আমাদেরকে মিডিয়া ট্রায়াল ও হিংসাত্মক প্রোপাগান্ডার সম্মুখীন করছে। ছাত্রদের মাঝে বিভেদ সৃষ্টি করে নেতৃত্ব দুর্বল করার অপচেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “গত কয়েক মাসে কিছু স্বার্থান্বেষী নেতা আমাদের সামনে অযৌক্তিক শর্ত রেখেছিলেন। আমরা যদি তাদের ইচ্ছানুযায়ী চলতাম, হয়তো দলগতভাবে এই প্রপাগান্ডার মুখোমুখি হতাম না।”

স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, “শুরুতে আমাদেরকে জামায়াত-শিবিরপন্থী বলে অপপ্রচার চালানো হয়েছিল। বলা হয়েছিল, আমরা নাকি তাদের বেশি সুযোগ দিয়েছি। এসব সম্পূর্ণ ভিত্তিহীন, এবং প্রয়োজনে আমি এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আনব ইনশাআল্লাহ।”

প্রপাগান্ডার জবাবে তুহিন ফারাবী বলেন, “ভালো-মন্দ সবকিছু আল্লাহর ওপর সোপর্দ করলাম। এসব প্রপাগান্ডার সামান্যতম সত্যতা থাকলে, আমি চাই আমাকে বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।”

তুহিন ফারাবী দেশের সৎ ও তথ্যনির্ভর সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আশা করি, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গোয়েন্দা সংস্থাগুলো আমার বিষয়ে যথাযথ তদন্ত করবে। ৫ আগস্টের পর আমার কোনো সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে কি না, সেটি খতিয়ে দেখা হোক।”

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির ভূমিকাকে কেন্দ্র করে বিতর্ক ও সমালোচনা চলছে। বিভিন্ন পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই ছাত্রনেতাদের ভূমিকা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে মুহাম্মদ তুহিন ফারাবীর এই বক্তব্যকে অনেকে ছাত্র রাজনীতির স্বচ্ছতা ও দায়বদ্ধতার পক্ষে শক্ত বার্তা হিসেবে দেখছেন।

ফারুক

আরো পড়ুন  

×