ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৮, ২৪ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ছবিঃ প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়পুরহাট জেলা শাখার নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন।

জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবীতে বক্তব্য রাখেন ওরিয়ার্স অফ জুলাই, জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম, সদস্য মোরসালিন ইসলাম, সহ মুখপাত্র মোছা: শিফা, শিক্ষার্থী বোরহান উদ্দিন, শিক্ষার্থী, গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য রাহিছুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ ও সেই সাথে অতিশীঘ্রই  গণহত্যার বিচারের দাবি জানান।

আরশি

আরো পড়ুন  

×