ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

যবিপ্রবিতে গুচ্ছ পরীক্ষায় ‘সি’ ইউনিটে আসন পড়েছে ১৫৫৯ শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ১৯:১৪, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:১৫, ২৪ এপ্রিল ২০২৫

যবিপ্রবিতে গুচ্ছ পরীক্ষায় ‘সি’ ইউনিটে আসন পড়েছে ১৫৫৯ শিক্ষার্থীর

ছবিঃ প্রতিবেদক

শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়ার সমস্যাসহ বিভিন্ন দুর্দশা লাঘবে পঞ্চমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৫ এপ্রিল অনুষ্ঠেয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসন পড়েছে এক হাজার ৫৫৯ জন শিক্ষার্থীর।

যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার যবিপ্রবি কেন্দ্রের ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটরের ড. মোহাম্মদ কামাল হোসেনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যবিপ্রবিতে ‘সি’ ইউনিটভুক্ত এক হাজার ৫৫৯ জন শিক্ষার্থীর আসন বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল একাডেমিক ভবনে ‘সি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য ভবনের প্রবেশমুখে বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ থাকবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রীয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সহায়তা করবেন। এছাড়াও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের জন্য টিএসসি ভবনের সামনে বিশ্রাম নেওয়া সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার ভবনসমূহে সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ৮:৪০ থেকে ১২:৪০টা পর্যন্ত পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যশোরের পালবাড়ি টু ক্যাম্পাস শাটল বাস সার্ভিস চালু থাকবে।

জিএসটির ওয়েবসাইটে জানানো হয়েছে, ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটে বানিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের দুপুর ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দুই মে ‘বি’ ইউনিটে মানবিক ও ৯ মে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, উক্তদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।  তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরশি

আরো পড়ুন  

×