
ছবিঃ প্রতিবেদক
সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপু। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিলের পাশাপাশি জামিনের আবেদন করেন টিপুর আইনজীবী এড. খায়রুল বদিউজ্জামান। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয়। এর আগে বৃহষ্পতিবার সকাল দুপুর ১২টায় টিপুর মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়।
দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যান ব্যনার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, এডভোকেট খায়রুল বদিউজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, মানবজমিনের এসএম বিপ্লব, দেবহাট প্রেসক্লাবের অহিদুজ্জামান, তালা সাংবাদিক ইউনিয়নের এস এম ফয়সালসহ প্রমুখ। এর আগে বুধবার প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করে সাংবাদিক সমাজ।
উল্লেখ্য মঙ্গলবার দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির খবরের তথ্য সংগ্রহ করতে যেয়ে সাংবাদিক রোকনুজ্জামান টিপু উপসহকারী প্রকৌশলীর রোষানলে পড়েন এবং দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনায় মোবাইল কোর্ট বসিয়ে সাংবাদিককে একতরফা শাস্তি প্রদান করে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন বলে বক্তারা অভিযোগ করে, সাংবাদিকের নি:শর্ত মুক্তি ও ইউএনওর প্রত্যাহারের দাবি জানান।
আরশি