
ছবিঃ সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের ঘটনায়, ভিসির অব্যাহতি ঘোষণার পর, বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ শিক্ষার্থীরা এক আনন্দ মিছিলে অংশ নেয় বলে জানা গেছে। তবে উপাচার্যের পদত্যাগ নিয়ে এখনো বিরাজ করছে ধোঁয়াশা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে একাধিক দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপাচার্যের পদত্যাগের গুঞ্জন ওঠে। শিক্ষার্থীদের দাবির মুখে ভিসিকে অব্যাহহি দেওয়া হয়। তবে তিনি পদত্যাগ করেছেন কীনা এ বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্টদের কাছে।
যদিও পদত্যাগের বিষয়ে উপ-উপাচার্য জানিয়েছেন, তিনি পদত্যাগপত্র জমা দেননি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন দপ্তরে খোঁজ নিলে তারা গণমাধ্যমকে কিছুই নিশ্চিত করতে পারেনি। তারা জানায়, পদত্যাগের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই।
অন্যদিকে উপ-উপাচার্য আফসোস করে জানিয়েছেন, কমিটি তদন্ত ছাড়াই এমন একটি সিদ্ধান্ত দিল, সেখানে আমি কেন পদত্যাগপত্র দেবো, সেটিই বুঝতে পারছি না।
এদিকে আনন্দ মিছিলের সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানে নিজেদের দাবি ও উচ্ছ্বাস প্রকাশ করে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে উপাচার্যের পদত্যাগের কোনো ঘোষণা আসেনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। পরিস্থিতির পরবর্তী মোড় কোন দিকে যায়, তা নিয়ে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল মহলে রয়েছে উৎসুক দৃষ্টি।
সূত্রঃ
https://www.facebook.com/JamunaTelevision/videos/713494301376918/?mibextid=rS40aB7S9Ucbxw6v
আরশি