ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কূট‌নৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ১৮:০৫, ২৪ এপ্রিল ২০২৫

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তিন দিন পর, অর্থাৎ আগামী ২৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

পাকিস্তানের টিভি চ্যানেল সামা টিভি বৃহস্পতিবার এ সফর–সংক্রান্ত সংবাদ প্রচার করেছে।

এপ্রিলের ১৯ তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এক দিনের সরকারি সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে যান। আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে সেখানে যান। কাবুলে তিনি আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় পাকিস্তান–আফগানিস্তানের কূটনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সম্পর্কসহ অন্যান্য বিষয় উঠে এসেছে।

ইশাক দার ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। গত বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমিনা বালোচ ও বাংলাদেশের কর্মকর্তাদের এক সভায় এ সফরের চূড়ান্ত কর্মসূচি ঠিক হয়। তিন দিনের এ সফরে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, জনকূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রের বরাতে সামা নিউজ লিখেছে, ইশাক দারের ঢাকা সফর পাকিস্তান–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উভয় দেশই আগামী দিনে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী।

আশিক

আরো পড়ুন  

×