
ছবি: সংগৃহীত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই। দল হিসেবে তো আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। আর বেআইনি কাজ যারা করবে তাদের প্রতিহত করার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই, সেটা হবে একটা গুন্ডামি সেটা আমরা করবো কেন? সেটা তো সরকার করবে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করবে। যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছিই বটে।
আজ ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী আরো বলেন, যেহেতু আমরা সরকারের উপর আস্থা রেখেছি। সমস্ত গণতান্ত্রিক শক্তি ৫ই আগস্টের পরে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রেখেছে। তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। ফ্যাসিবাদের দোসরদের গলা স্বর আমরা কেন শুনছি? তাদের কণ্ঠস্বর কোথা থেকে বেরিয়ে আসছে?
ফারুক