ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আগামী মে থেকেই বাংলাদেশে স্পেসএক্সের কারিগরি যাত্রা শুরুর আশা

প্রকাশিত: ১৩:৩৪, ২৪ এপ্রিল ২০২৫

আগামী মে থেকেই বাংলাদেশে স্পেসএক্সের কারিগরি যাত্রা শুরুর আশা

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এর স্যাটেলাইট সেবা চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী মে মাসকে টার্গেট করেই শুরু হচ্ছে এই সেবার কারিগরি যাত্রা।

 

গত ২৩ এপ্রিল কাতারের দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনের সাইডলাইনে স্পেসএক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন  ড্রেয়ার সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস-এর সঙ্গে। সেখানেই তিনি জানান, “আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যেন মে মাসেই সেবাটি চালুর কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে।”

 

 

সাক্ষাতে উভয়পক্ষ স্পেসএক্স-এর সেবা বাংলাদেশে বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। লরেন হেয়ার আরও বলেন, “শুরু থেকেই এটি ছিল আমাদের অন্যতম সুসংগঠিত ও সুষ্ঠু অংশগ্রহণমূলক উদ্যোগ।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই অগ্রগতিকে বাংলাদেশে একটি ‘বড় খবর’ হিসেবে উল্লেখ করে বলেন, “মানুষ দিন গুনছে। যখন সেই সময়টি আসবে, তখন তা উদযাপনযোগ্য একটি মুহূর্ত হবে।” তিনি দেশের জনগণের উচ্ছ্বাস এবং উন্নয়নমূলক সম্ভাবনার কথাও তুলে ধরেন।

 

 

উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলন মাস্কের আরেক প্রযুক্তি প্রকল্প স্টারলিংক। এবার স্পেসএক্স-এর স্যাটেলাইট সেবা যোগ হলে দেশের ডিজিটাল সংযোগ, দুর্যোগকালীন যোগাযোগ ও সামুদ্রিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রাথমিকভাবে একটি কারিগরি রোলআউটের মাধ্যমে সেবাটি চালু হবে, এরপর কিছু চূড়ান্ত বিষয় নিষ্পত্তির মাধ্যমে শুরু হবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন

আঁখি

×