
ছবি: সংগৃহীত
সাংবাদিক ইলিয়াস খান বলেছেন, ‘আমি জানি না, পৃথিবীতে অন্য কোনো দেশ আছে কিনা, যেখানে প্রধানমন্ত্রী এবং জাতীয় মসজিদের খতিব একই সাথে পালিয়ে গেছে। এই দৃশ্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত এক টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
আগামী নির্বাচন এবং দেশ সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রসঙ্গক্রমে ইলিয়াস খান আরও বলেন, ‘আওয়ামী লীগের সব এমপি পালিয়ে গেছে, সব উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে। যদি দেশের বাইরেও না গিয়ে থাকে, দেশের মধ্যে থাকলে কিন্তু পালিয়েছে।’
এছাড়া, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রায় ৮০ শতাংশ জনপ্রতিনিধি দেশে বা দেশের বাইরে পালিয়েছেন বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পালানো, যদিও তারা নির্বাচিত না, তারা তো হাসিনা মার্কা ভোটে নির্বাচিত হয়েছে, কোনো ভোট লাগে নাই।’
সূত্র: https://www.youtube.com/watch?v=7X63bds7NBY
রাকিব