ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক: সাইয়েদ আব্দুল্লাহ

প্রকাশিত: ০২:২১, ২৪ এপ্রিল ২০২৫

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক: সাইয়েদ আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ রানা প্লাজা ধসের এক যুগ পূর্তিতে শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, "আজ ২৪ এপ্রিল। ২০১৩ সালের এই দিনে রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ১১০০ শ্রমিক নিহত হন এবং হাজারো শ্রমিক আহত হন।"

সাইয়েদ আব্দুল্লাহ আরও লেখেন, “ব্যথিত মনে স্মরণ করছি সেই সব শ্রমিক ভাই-বোনদের, যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন কিংবা চিরজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছিলেন। আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করি।”

তিনি জোর দিয়ে বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক, তাদের কর্মস্থল হোক নিরাপদ— এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার।”

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে অবস্থিত রানা প্লাজা ধসে পড়লে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনাগুলোর একটি ঘটে। এই মর্মান্তিক ঘটনার পর থেকে প্রতি বছর এ দিনটি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার দাবি নিয়ে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়।

এম.কে.

×