ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

‘দালাল ভিসির পক্ষে যে ১৪ ভিসি দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে’

প্রকাশিত: ০১:৪০, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৪০, ২৪ এপ্রিল ২০২৫

‘দালাল ভিসির পক্ষে যে ১৪ ভিসি দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে’

ছবি: সংগৃহীত।

আজ, ২৪ শে এপ্রিল, বৃহস্পতিবার, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে তিনি কুয়েটের ভিসির অব্যাহতির প্রতি তার প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, "অবশেষে কুয়েটের দাম্ভিক ও দলকানা দালাল ভিসিকে অপসারণ করা হয়েছে।"

মাসউদ আরো বলেন, "ছাত্র-জনতার পুনরায় বিজয় হয়েছে, তবে এই বিজয়কে দীর্ঘস্থায়ী ও ফলপ্রসু করতে হবে।" তিনি ইন্টারিম সরকারকে আহ্বান জানিয়ে বলেন, "কুয়েটসহ সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেন নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগ হয়, সেদিকে নজর দেওয়া উচিত।"

এছাড়া, মাসউদ বলেন, "যে চৌদ্দজন ভিসি কুয়েটের দালাল ভিসির পক্ষে হঠকারি অবস্থান নিয়েছিল, তাদের বিরুদ্ধেও ইন্টারিম সরকারকে সচেষ্ট থাকতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, "চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন দালাল ও দোসরদের ঠাঁই হবে না। আগামীতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে চাইলে, অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হবে, ইনশাআল্লাহ।"

এ পোস্টের মাধ্যমে আবদুল হান্নান মাসউদ কুয়েটের ভিসির অব্যাহতির পর সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে জয়ের অনুভূতি সৃষ্টি করেছেন, তবে তিনি সতর্ক করেছেন যে এই বিজয়কে সুরক্ষিত রাখতে হবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

নুসরাত

×