ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা

‘শেষপর্যন্ত কুয়েটের ভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে’

প্রকাশিত: ০১:৪০, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:৪৭, ২৪ এপ্রিল ২০২৫

‘শেষপর্যন্ত কুয়েটের ভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে’

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে তাঁর ফেরিফায়েড ফেসবুকে এ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাটে জানিয়েছেন, 'ভিসিকে অব্যহতি দেয়া হয়েছে। Finally!!!'

প্রসঙ্গত, গত ২২ মার্চ রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একমত জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ছবি: উমামা ফাতেমার ফেসবুক আইডি থেকে নেওয়া স্ক্রিনশট

‘ইউজিসির হস্তক্ষেপে কুয়েটের ভিসি পদত্যাগের পথেই হাঁটছে,’ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমন বক্তব্যের সাথেই সর্বশেষ তথ্য হিসেবে কুয়েট উপাচার্যের অব্যাহতির কথা জানান উমামা।

কুয়েটের উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তের আগে ফেসবুকে একই পোস্টে উমামা লিখেছিলেন, ‘সকাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিরা কুয়েটের ছাত্র, শিক্ষকদের অনেক গ্রুপের সাথে কথা বলছেন।’

এছাড়া, কুয়েটের ছাত্ররা বলেছে নোটিশ ছাড়া অনশন ভাঙবে না বলেও জানিয়েছিলেন উমামা।

তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানিয়ে আরও লিখেছিলেন, ‘আশা করি, খুলনায় পৌঁছে ছাত্রদের হাসিমুখ দেখবো।’

রাকিব

×