
ছবি: সংগৃহীত।
২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ঘটে যাওয়া গণ-অভ্যুত্থান একটি নতুন ইতিহাস রচনা করেছে, যা পুরো দেশের রাজনীতি ও সমাজকে বদলে দিয়েছে। এ ঘটনার পর, দেশের জনপ্রিয় ডা. তাসনিম জারা তার ফেসবুক পোস্টে একটি হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন।
তিনি লেখেন: “এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকে আর কেউ গুলিতে মরবে না। আজকে আর কেউ চোখ হারাবে না। আজকে আর কেউ পঙ্গু হবে না। আজকে কেউ মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়ার ভয় নিয়ে ঘুমাতে যাবে না। কোন জাস্টিস টেলিভিশনে যেয়ে উপস্থাপিকাকে ধমকানোর সাহস পাবে না। জনসাধারণকে রাজাকার বলার দুঃসাহস আর কোন নেতা দেখাবে না। এই দেশ নতুন দেশ। সবাইকে বিজয়ের শুভেচ্ছা!”
ড. তাসনিম জারা তার পোস্টে বাংলাদেশের জনগণের সংগ্রামের পরিপ্রেক্ষিতে একটি নতুন সূর্যোদয়ের কথা বলেছেন, যেখানে স্বাধীনতা এবং ন্যায়বিচারের মূল্য সর্বোচ্চ। তিনি আরও যোগ করেন, “যাদের অপরিসীম ত্যাগে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হলাম, তাদের প্রতি রইলো অপরিসীম শ্রদ্ধা। তাদের প্রতি জাতি ঋণী হয়ে থাকবে।”
পোস্টটি একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে, যেখানে দেশের জনগণের ঐক্য এবং সংগ্রামের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি সতর্ক করেছেন যে, এখন আমাদের সচেতন থাকতে হবে যেন সমাজে ভায়োলেন্স না ছড়ায় এবং নতুন বাংলাদেশ যেন ন্যায়বিচারের বাংলাদেশ হয়।
এই পোস্ট দেশের জনগণের আশা ও চেতনা প্রতিফলিত করে, যেখানে তারা ন্যায়বিচার, স্বাধীনতা, এবং সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।
নুসরাত