ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আমরা আইন পড়েছি আমাদের বাবার হত্যার বিচার করতে: অ্যাডভোকেট সাকিব রহমান

প্রকাশিত: ০০:৪১, ২৪ এপ্রিল ২০২৫

আমরা আইন পড়েছি আমাদের বাবার হত্যার বিচার করতে: অ্যাডভোকেট সাকিব রহমান

ছবি: সংগৃহীত

২০০৯ সালে বিডিআর বিদ্রোহে নিহত কর্নেল কুদরত ইলাহীর ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আইন পড়েছি একটিমাত্র কারণেই যে, আমাদের বাবার বিচার আমরা চাই, আমরা বিচার করেই ছাড়বো।’

অ্যাডভোকেট সাকিব রহমান আরও বলেন, ‘এখানে রাকিন আহমেদ আছে, যিনি বিডিআর এর লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একটিমাত্র কারণেই। আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো।’

বর্তমানে অ্যাডভোকেট সাকিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। পিতার ন্যায়বিচারের দাবিতে তিনি আইন পেশায় যুক্ত হয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘আমরা আশাবাদী যে আমরা সঠিক বিচার পাবো।’

অ্যাডভোকেট সাকিব রহমানের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাকিন আহমেদ ভূঁইয়াসহ আরও কয়েকজন।

বিডিআর বিদ্রোহে নিহত তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদে ও নিহত নাজরিন দম্পতির ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া সেসময় গণমাধ্যমে বলেন, ’৫৭ দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদের হত্যা করার জন্য পিলখানা হত্যাকাণ্ডে যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, তা শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেলস ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য।’

আবেগপ্রবণ হয়ে গিয়ে ‘কথা বলতে কষ্ট হচ্ছে’ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার বাবা-মাকে এমনভাবে মেরেছে, বলতে আমার বুকটা ফেটে যায়, আমাকে একজন অফিসার বলেছিলেন, বাবা তুমি তোমার বাবা-মার লাশ দেখো না, তুমি নিতে পারবা না।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=CPom-MgfI5U

রাকিব

×