
ছবি: সংগৃহীত।
২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের সময় নানা দুর্ঘটনায় অনেকেই ক্ষতিগ্রস্ত হন, এবং এমন পরিস্থিতিতে অনেকের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় কীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে, সে ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছিলেন ড. তাসনীম জারা, যিনি প্রাথমিক চিকিৎসার দিকে গুরুত্ব দিয়ে কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
ড. তাসনীম জারা তাঁর পোস্টে বলেন, কেটে গেলে সঠিক প্রাথমিক চিকিৎসা জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে ইনফেকশন এবং গভীর দাগ হওয়া প্রতিরোধ করা যেতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুও ঠেকানো সম্ভব।
তিনি কেটে যাওয়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার জন্য তিনটি মৌলিক পদক্ষেপ বর্ণনা করেছেন:
১. রক্ত পড়া বন্ধ করা:
কেটে গেলে সাধারণত কিছুক্ষণের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু যদি রক্ত পড়া বন্ধ না হয়, তাহলে পরিষ্কার একটি কাপড় নিয়ে কাটা জায়গার ওপর ১০ মিনিট চাপ দিয়ে ধরে রাখতে হবে। যদি হাত বা পা থেকে রক্ত পড়ছে, তাহলে সেই অংশটি উঁচু করে রাখা উচিত, যা রক্ত চলাচল কমিয়ে রক্ত পড়া বন্ধে সাহায্য করবে। যদি কাপড় ভিজে যায়, তাহলে আরও একটি কাপড় দিয়ে চাপ প্রয়োগ করতে হবে।
২. কাটা জায়গা পরিষ্কার করা:
রক্ত বন্ধ হওয়ার পর, কাটা জায়গা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সাবান না দিয়ে পরিষ্কার করতে হবে। সাবান যদি কাটা জায়গার ভেতরে চলে যায়, তবে তা জ্বালা সৃষ্টি করতে পারে। পরিষ্কার করার পর হালকা কাপড় দিয়ে জায়গাটি শুকিয়ে নিতে হবে।
৩. ব্যান্ডেজ করা:
কাটা জায়গা ব্যান্ডেজ করে রাখতে হবে যাতে বাইরের ধুলাবালি বা রোগজীবাণু সেখানে প্রবেশ করতে না পারে। ব্যান্ডেজের সাথে অ্যান্টিসেপ্টিক ক্রিম বা ভ্যাজলিন ব্যবহার করা যেতে পারে, যা দ্রুত সেরে উঠতে সাহায্য করবে।
ড. তাসনীম জারা বলেন, প্রতিদিন ব্যান্ডেজ পালটানো উচিত এবং একটি সপ্তাহের মধ্যে সাধারণত ছোটোখাটো কাটা সেরে যায়। তবে, যদি কাটা জায়গা ফুলে যায়, লাল হয়ে যায়, বা পুঁজ বের হতে থাকে, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
তিনি আরও জানান, কখন জরুরী চিকিৎসা প্রয়োজন:
- রক্ত পড়া বন্ধ না হলে
- কাটা জায়গার আশেপাশে অবশত্ব অনুভূত হলে
- গুরুতর কাটা জায়গা, যেমন হাতের তালু বা মুখে কাটা হলে
এছাড়া, হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার প্রয়োজন যদি কাটা জায়গার ভেতরে কিছু আটকে থাকে বা কাটা খুব বড় বা গভীর হয়।
এই প্রাথমিক চিকিৎসাগুলির মাধ্যমে দুর্ঘটনায় আহত হয়ে পড়া কোনো ব্যক্তির জীবন রক্ষা করা সম্ভব হতে পারে, এবং চিকিৎসকরা সতর্ক করেছেন যে, এসব বিষয়গুলো জানা থাকা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ।
নুসরাত