ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মাদ্রাসায় প্রযুক্তি শিক্ষার জন্য কাতার চ্যারিটির সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০০:২১, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:২২, ২৪ এপ্রিল ২০২৫

মাদ্রাসায় প্রযুক্তি শিক্ষার জন্য কাতার চ্যারিটির সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

বাংলাদেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীকে প্রযুক্তিভিত্তিক শিক্ষার আওতায় আনতে কাতার চ্যারিটির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রেস সচিব গণমাধ্যমকে বলেন, বৈঠকে অধ্যাপক ইউনূস কাতার চ্যারিটিকে সরাসরি বাংলাদেশি মাদ্রাসাগুলোর সঙ্গে যুক্ত হয়ে কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি শেখাতে সহায়তা করার অনুরোধ জানান।

তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীরা অত্যন্ত দ্রুত শিখতে সক্ষম, তারা সহজেই এই দক্ষতাগুলো অর্জন করতে পারবে।”

জবাবে, নওয়াফ আল হাম্মাদি জানান, তাদের সংস্থা ইতোমধ্যে বাংলাদেশের কয়েকটি মাদ্রাসাকে জীবনদক্ষতা ও জীবিকা ভিত্তিক কার্যক্রমে সহায়তা করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, ইউনূসের প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা, বিশেষ করে এলপিজি বিতরণ অব্যাহত রাখা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসারে সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। অধ্যাপক ইউনূস নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশে মেয়েদের, বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের জন্য সহায়তা প্রদানের আহ্বান জানান।

এছাড়া, তারা বাংলাদেশের ক্ষুদ্রঋণ আন্দোলন ও দারিদ্র্য বিমোচনে বেসরকারি খাতের ভূমিকা নিয়েও আলোচনা করা হয় বৈঠকে।

আশিক

×