
ছবি: সংগৃহীত
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষাকে ঘিরে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২৩ এপ্রিল) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর এক প্রতিবেদনে পিএসসি’র পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংবাদমাধ্যম অনুমান ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে বিভ্রান্তিকর খবর প্রকাশ করছে, যা সম্পূর্ণ মনগড়া ও অসত্য। এসব তথ্যের মাধ্যমে বিসিএস পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করে পিএসসি।
পিএসসি আরও জানায়, এ ধরনের অসত্য তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
সংস্থাটি সকল সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন বিসিএস পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংবাদ প্রচারের আগে সরকারি কর্ম কমিশনের সঙ্গে তথ্য যাচাই করে নেয়।
বিভ্রান্তিকর সংবাদ থেকে সতর্ক থাকার জন্য এবং শুধুমাত্র পিএসসি’র অফিসিয়াল সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে পিএসসি অনুরোধ করেছে।
এম.কে.