
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তিনটি ভিডিও, যেগুলোতে দাবি করা হয়েছে, ভিডিওগুলো এনসিপির একজন নারী সমন্বয়কের, যার নাম ‘রুবাইয়া ইয়াসমিন’। এছাড়া, ভাইরাল দুটি ছবিতেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পাশে দাঁড়ানো ও গণমাধ্যমে বক্তব্যরত দুই নারীকে ‘রুবাইয়া ইয়াসমিন’ হিসেবে দাবি করা হয়েছে।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র, প্রকৃত সত্য। রিউমর স্ক্যানার বলছে, এই ভিডিওগুলোর সঙ্গে ‘রুবাইয়া ইয়াসমিন’ নামে কোনো ব্যক্তির সম্পর্ক নেই। এছাড়া, এনসিপি নেতা নাহিদ ইসলামের পাশে ও গণমাধ্যমে বক্তব্যরত দুই আলাদা ব্যক্তির যে দুটি ছবিকে ‘রুবাইয়া ইয়াসমিন’ এর হিসেবে দাবি করা হচ্ছে, তা মিথ্যা। বাস্তবে ‘রুবাইয়া ইয়াসমিন’ নামে কোনো সমন্বয়কের তথ্যই বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার জানিয়েছে, ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে ‘রুবাইয়া ইয়াসমিন’ হিসেবে যে নারীদের দেখানো হয়েছে, তাদের পরিচয় আলাদা। নাহিদ ইসলামের পাশে থাকা নারী হচ্ছেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক ইসরাত জাহান ইশা। অপরদিকে, গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা নারীর নাম তাসনূভা জাবীন, যিনিও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী।
এছাড়া, ভাইরাল ভিডিওগুলোতে যাকে দেখা গেছে, তিনি মূলত যুথী নামের এক নারী, যার একাধিক ভিডিও ‘Mx juthi’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে পাওয়া গেছে। ভিডিওগুলোর মধ্যে এক নারীর দুটি ধূমপান ও মদ্যপানের এবং একটি গাড়ির ভেতরে বসে থাকার দৃশ্য রয়েছে।
ভিডিওগুলোতে যুথী যে পোশাক পরেছেন, তা একইভাবে ওই টিকটক অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম প্রোফাইলে থাকা আরও কিছু ভিডিও এবং ছবিতে দেখা গেছে। গাড়ির ভেতরে বসে থাকার দৃশ্যেরও অনুরূপ ভিডিও ওই অ্যাকাউন্টে পাওয়া যায়।
সার্বিকভাবে দেখা যাচ্ছে, যুথী নামের এক নারীর ব্যক্তিগত ভিডিওকে ভুয়া পরিচয় দিয়ে ‘সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন’ নামে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। এছাড়া, জাতীয় নাগরিক পার্টিতে ‘রুবাইয়া ইয়াসমিন’ নামে কোনো সমন্বয়কেরও কোনও তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রিউমর স্ক্যানার
রাকিব